জাপানে এপনিক সম্মেলনে বাংলাদেশ
জাপানের কিওটাতে চলছে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) ৫৬তম সম্মেলন। সম্মেলন উপলক্ষে ইন্টারনেট এবং নেটওয়ার্কিং বিশেষজ্ঞদের নিয়ে গত-১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় কর্মশালা ও পার্টনার মিট। এরপর অংশীজনদের নিয়ে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয় সম্মেলন। আজ সমাপনী দিন, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে মেম্বার মিট। বিশেষ ইভেন্ট এবং কার্যক্রমের সাথে এই বছরের সম্মেলনে ৩০তম বার্ষিকীও পালন করছে এপনিক।
সূত্রমতে, অ্যানেক্স হল-১ এ সকালে বর্টান্ড ক্যারিয়ারের সভাপতিত্বে নীতি নির্ধারণী বৈঠকে কো-চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন বিডিনগ এর শায়লা শারমিন। বৈঠকে ইন্টারনেট সেবার মানোন্নয়নে ইন্টারনেট প্রটোকল ভার্সন (আইপিভি) ৪ থেকে ৬ এ রাউটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশকে কারিগরি সহযোগিতার বিষয় ইতিবাচক আলোচনা হয়েছে।

এপনিক প্রেসিডেন্ট কেনি হাং এর সভাপতিত্বে সেক্রেটারি ভিনসেন্ট ও কোষধ্যক্ষ ইউশিনোবু মাতসুজাকি ছাড়াও মেম্বার মিটে সদস্যদের সঙ্গে বৈঠক করছেন নির্বাহী সদস্য আনলেই হু, রুপেন্ডার সিং, সুমন আহমেদ সাবির, ক্যাম ইয়ং এবং পল উইলসন। বৈঠকে প্রপ ১৫০ ও ১৫১ কীভাবে সম্পাদন এবং এসএন ডেলিগেশন আইডেন্টিটির আপডেট নিয়ে আলোচনা হয়েছে।
সূত্রমতে, আট দিন ধরে চলমান সম্মেলনে চারটি নতুন নীতির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে একটি আগেই আলোচিত একটি নীতি আপডেট করা হয়েছে। প্রপে ১৪৮ এর চারটি পূর্ববর্তী সংস্করণ অ্যান্টি-লিজিং শর্তাবলী কার্যকর করা উচিত কিনা তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।
সম্মেলনে সাইবার সুরক্ষা ড্রিল ও আইপিভি ৪ বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।
তিনি জানিয়েছেন, এপনিক একাডেমি নিয়ে বিস্তারিত পেশ করেছেন এপনিক কার্যনির্বাহী কমিটির সদস্য সুমন আহমেদ সাবির। ১০টি নগ থেকে মোট ১২টি কারিগরি প্রশিক্ষণ দেয়ার বিষয় ছাড়াও নতুন করে ৬টি ভার্চুয়াল ল্যাব গঠন, ৩২টি ভলান্টিয়ার কমিউনিটিকে প্রশিক্ষণ এবং ৯টি কমিউনিটিকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া বিষয় তুলে ধরেছেন।







